হে‌রোইন-গাঁজা সহ দুই মাদক ব‌্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

হে‌রোইন-গাঁজা সহ দুই মাদক ব‌্যবসায়ী গ্রেফতার

মোঃ শামীম আহমেদ (আশুলিয়া ঢাকা): 


ঢাকা জেলার ধামরাই‌ ও আশুলিয়ায় পৃথক পৃথক অ‌ভিযা‌নে হে‌রোইন ও গাঁজা সহ ০২ মাদক ব‌্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ছে ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লিশ। ‌গত ০৫ জানুয়ারী বৃহস্প‌তিবার মাদক কারবারীদের গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের ইনচার্জ (ও‌সি) মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ বিপ্লব।


ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোঃ সহিদুল ইসলাম, পিপিএম ও এস আই মোঃ জহিরুল ইসলাম ফোর্স সহ ধামরাই  ও আশুলিয়া থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান  ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত



০৫/০১/২০২২ ইং তারিখ রাতে আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকা হইতে আসামী মোঃ জাকারীয়া ইসলাম পায়েল (৩৬), পিতা- মোসলেম উদ্দীন, মাতা- নিলুফা বেগম, সাং- কুরগাঁও নতুনপাড়া, থানা-আশুলিয়া জেলা- ঢাকা কে সর্বমোট ১০ (দশ) গ্রাম হেরোইন ও ধামরাই থানাধীন শ্রীরামপুর এলাকা হইতে আসামী আঃ রফিক (৬০), পিতা- মৃত কফিল উদ্দিন, সাং-শ্রীরামপুর, থানা- ধামরাই, জেলা- ঢাকা কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।


এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের ইনচার্জ (ও‌সি) মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ বিপ্লব জানান, মাদক আই‌নে মামলা ক‌রে ঐ মাদক ব‌্যবসায়ী‌দের ধামরাই ও আশুলিয়া থানায় হস্তান্তর ক‌রে উক্ত আসামীর বিরু‌দ্ধে এক‌টি মামলা রুজু করা হয়েছে।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: